আতর হল যা হালাল তথা এলকোহল থেকে মুক্ত রেখে ভেষজ উৎস থেকে উৎপাদিত সুগন্ধী বিশেষ। যেমন গোলাপকে প্রক্রিয়াজাত করে সুগন্ধী তেল বের করা হয় । চিরসবুজ এক বৃক্ষ আগর গাছ এই গাছের নির্যাস থেকেও তৈরি করা হয় আতর বা সুগন্ধি। কৃত্রিম এবং প্রাকৃতিক দুই উপায়েই আগর থেকে সুগন্ধিজাতীয় আতর বা পারফিউম উৎপাদন করা হয়। তারপর সুগন্ধের জন্যই চন্দন বিখ্যাত। চন্দন গাছের কাঠের ভেতরের পরিপক্ব অংশ। এর মধ্যে উদ্বায়ী তেলও আছে। এই তেলটিই সুগন্ধি। এই গাছের নির্যাস থেকেও তৈরি করা হয় আতর বা সুগন্ধি।
আতর কাকে বলে ? অরজিনালি আতর কি ? বিস্তারিত পড়ুন।
26
Jun